MvRxc~i †Rjv AvBbRxex mwgwZ
GAZIPUR DISTRICT BAR ASSOCIATION
JOYDEBPUR, GAZIPUR
History Of Gazipur Bar Assocation

ইতিহাস আর ঐতিহ্যের বর্ণিল দীপ্তিতে ভাস্বর গাজীপুর জেলা। গাজীপুর জেলা আইনজীবী সমিতি গাজীপুর জেলার প্রাণ গাজীপুর সদর উপজেলায় অবস্থিত এবং বর্তমানে গাজীপুর মহানগর এর কেন্দ্র বিন্দুতে অবস্থিত আমাদের এই আইনজীবী সমিতি।

গাজীপুর জেলা আইনজীবী সমিতি ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে।বর্তমানে গাজীপুর বার বাংলাদেশ বার কাউন্সিল এর পরিসংখ্যান অনুসারে সমগ্র বাংলাদেশের ৪র্থ্ বৃহত্তর বার। গাজীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ১৬০০ জন। গাজীপুর জেলা আইজীবী সমিতি গুরুত্বের দিক দিয়ে সমৃদ্ধশালী বার হিসেবে ঢাকা বারের পরেই অবস্থান। আজকের গাজীপুর জেলা ছিল বৃহত্তর ঢাকা জেলার অংশ অতপর মহকুমার উন্নীত হবার পর ১৯৭৮ সালে সর্বপ্রথম গাজীপুর মহকুমায় (সদরে) বার এসোসিয়েশন গঠন করা হয়। যাত্রা শুরুর সেই ক্ষণে আইনজীবী সমিতি স্বল্প পরিসরে মাত্র হাতেগোনা কয়েকজন আইনজীবী নিয়ে সমিতি গঠন করে। কিন্তু দ্রুত এর পরিসর বৃদ্ধি পায় গাজীপুর মহকুমা হইতে জেলায় উন্নিত হয় ১৯৮৪ সালের ১লা মার্চ্। গাজীপুর কে জেলায় উন্নিত করা হলে সমিতির নতুন নাম করন করা হয় “গাজীপুর জেলা আইনজীবী সমিতি”

বিগত ০৫-০১-২০১৬ ইং সনে গাজীপুর জেলা আইজীবী সমিতি ডিজিটাল যুগে প্রবেশ করে এবং ২০১৫-২০১৬ ইং সনে কার্যকরি পরিষদ (আলহাজ্ব দেওয়ান মোঃ ইব্রাহিম ও মোঃ মনির হোসেন) গাজীপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ওয়েবসাইট, ওকালনামা ও বেইলবন্ড কালেকশন এবং একাউন্টিং ও লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম সফ্‌টওয়্যার এ উদ্বোধন করেন। পূনরায় উক্ত ওয়েবসাইট বন্ধ অবস্থা থেকে সচল করণ ও তথ্য হালনাগাদ এবং তথ্য সংযোজন সহ ওয়েব সাইটটি সময়োপযোগী এবং বিজ্ঞ আইনজীবীগণের জন্য ব্যবহার উপযোগী ও তথ্যবহুল করার জন্য ২০১৭-২০১৮ ইং সনের কার্যকরি পরিষদ (সুদীপ কুমার চক্রবর্তী ও মনজুর মোর্শেদ প্রিন্স) গুরুত্বপূর্ণ্ ভূমিকা পালন করে।