MvRxc~i †Rjv AvBbRxex mwgwZ
GAZIPUR DISTRICT BAR ASSOCIATION
JOYDEBPUR, GAZIPUR
Member Login

ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সুতিকাগার এককালের ভাওয়াল পরগনা বর্তমানে গাজীপুর জেলা। সুপ্রাচীন কাল থেকে ভাওয়ালের গাজীরা, বার ভূঁইয়ারা, ফকির/শাহ সুফীগণ ভাওয়াল রাজারা গাজীপুরকে করেছেন সমৃদ্ধ এবং মহান স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভ শুরু হয় আজকের এই গাজীপুর জেলার প্রাণ জয়দেবপুর থেকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে “জয়দেবপুর এর পথ ধর বাংলাদেশ স্বাধীন কর” শুরু হয় ১৯৭১ সালের ১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে গাজীপুরের আপামর জনসাধারণ বীরত্বের স্বাক্ষর রাখে যা আজও ইতিহাসের পাতায় অমলিন।

আজকের গাজীপুর জেলা তদানিন্তন বৃহত্তর ঢাকা জেলার অন্তর্ভূক্ত ছিল। অত:পর ১৯৭৮ সালে গাজীপুরকে মহকুমায় উন্নীত করা হয়। মহকুমায় উন্নীত হবার পর ১৯৭৮ সালে সর্বপ্রথম গাজীপুর মহকুমায় বার এসোসিয়েশন গঠন করা হয়। যাত্রা শুরুর সেই ক্ষনে সমিতি স্বল্প পরিসরে হাতে গোনা কয়েকজন আইনজীবী নিয়ে গঠিত হয়।

কিন্তু দ্রুতই এর পরিসর বৃদ্ধিপায় গাজীপুর জেলায় উন্নীত হবার পর। ১৯৮৪ সালের ১লা মার্চ গাজীপুরকে জেলায় উন্নীত করা হলে সমিতির নতুন নামকরণ করা হয় “গাজীপুর জেলা আইনজীবী সমিতি” বলাবাহুল্য সমগ্র দেশব্যাপী গাজীপুর জেলা আইনজীবী সমিতির ব্যপক সুনাম রয়েছে। এখনো গাজীপুর জেলা আইনজীবী সমিতি সেই সুমহান ঐতিহ্য বহন করে চলছে।

বর্তমানে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ১৬০০ জন এর অধিক এবং সমগ্র বাংলাদেশে ৪র্থ বৃহত্তর বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ বার কাউন্সিল এর নিকট গাজীপুর জেলা আইনজীবী সমিতি গুরুত্বের দিক দিয়ে অগ্রগণ্য। বর্তমানে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ৪র্থ তলা ভবন, সমৃদ্ধ লাইব্রেরী-পাঠাগার, খেলাধুলার জন্য সাংস্কৃতিক কক্ষ ও মহিলা আইনজীবীদের জন্য মহিলা কমনরুম সহ নানাবিধ সুবিধা ও ব্যবস্থাপনা রয়েছে। বর্তমান কার্যকরি পরিষদ আইনজীবীদের সমস্যা ও বারের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ।